মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ভোটারদের ১০ লাখ ডলার পুরস্কার দিতে আইনি বাধা থাকছে না মাস্কের

মামলার অভিযোগে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এভাবে অর্থ প্রদান বিধি লঙ্ঘন করতে পারে। বিশেষত যখন মাস্ক আমেরিকা পিএসির মাধ্যমে সুইং স্টেটগুলোতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

ইলন মাস্কের রাজনৈতিক গ্রুপ ‘আমেরিকা পিএসি’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন পর্যন্ত সুইং স্টেটগুলোতে প্রতিদিন একজন নির্বাচিত ভোটারকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়া অব্যাহত রাখতে পারবে। স্থানীয় সময় গতকাল সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এক বিচারক এই রায় দিয়েছেন। এর আগে ফিলাডেলফিয়ার ডিসট্রিক্ট অ্যাটর্নি লরেন্স ক্রাসনার এই কর্মসূচিকে ‘অবৈধ লটারি’ বলে উল্লেখ করে মামলা করেন। খবর বিবিসি।

শুরুতে মনে করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও দ্বিতীয় সংশোধনী সমর্থনকারী একটি পিটিশনে স্বাক্ষর করা ভোটারদের মধ্যে লটারির মাধ্যমে আর্থিক পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হচ্ছে। তবে মাস্কের আইনজীবী ক্রিস গোবার আদালতে জানান, বিজয়ীদের বিক্ষিপ্তভাবে নয়, বরং আমেরিকা পিএসি নির্বাচিত করছে। ইতোমধ্যে সর্বশেষ বিজয়ী হিসেবে মিশিগানের একজন ভোটারকে নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এভাবে অর্থ প্রদান বিধি লঙ্ঘন করতে পারে। বিশেষত যখন মাস্ক আমেরিকা পিএসির মাধ্যমে সুইং স্টেটগুলোতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আমেরিকা পিএসি ব্যাখ্যায় বলেছে, লটারির বিজয়ীরা গ্রুপের সমর্থক হিসেবে কাজ করেন। তাদের তথ্য প্রকাশ না করার অঙ্গীকারনামায় সই করা হয়েছে।

পেনসিলভেনিয়ার বিচারক অ্যাঞ্জেলো ফোগলিয়েটার এই রায়ের ফলে মাস্কের আর্থিক সহায়তা চালিয়ে যেতে আর কোনো বাধা থাকছে না। তবে তাৎক্ষণিকভাবে এই রায়ের কারণ জানাননি তিনি।

আরও