পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওতে বিজয়ের মাধ্যমে রিপাবলিকানরা মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ দখল করেছে। এতে নিশ্চিত হল যে, ডোনাল্ড ট্রাম্পের দল আগামী বছরে অন্তত কংগ্রেসের একটি কক্ষের নিয়ন্ত্রণে থাকবে। খবরন রয়টার্স।
হাউস অন রিপ্রেজেন্টেটিভসের লড়াইয়ে এখনো কোনো পক্ষই স্পষ্টভাবে এগিয়ে নেই। বর্তমানে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে এগিয়ে আছে। তবে আজ মঙ্গলবারের (৬ নভেম্বর) ফলাফলে নিশ্চিত হলো যে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে রিপাবলিকানরা রক্ষণশীল বিচারপতি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়োগে সহায়তা করতে পারবে। অন্যদিকে, ডেমোক্র্যাট কমালা হ্যারিস বিজয়ী হলে তার এজেন্ডার অনেক অংশই আটকে রাখতে পারবে রিপাবলিকানরা।
পোল বন্ধ হওয়ার পরপরই রিপাবলিকান জিম জাস্টিসকে পশ্চিম ভার্জিনিয়ায় সিনেটের একটি খালি সিনেট আসনে বিজয়ী হিসেবে অনুমান করা হয়েছিল। আসনটি আগে ডেমোক্র্যাটদের ছিল। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানায়, ওহাইওতে রিপাবলিকান বার্নি মোরেনো বর্তমান ডেমোক্র্যাট শেরড ব্রাউনকে পরাজিত করেছেন। এই দুটি বিজয় নিশ্চিত করেছে যে রিপাবলিকানরা সিনেটে অন্তত ৫১-৪৯ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।
রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টায়ও এগিয়ে আছে। বর্তমানে তারা ২২০-২১২ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তারা নর্থ ক্যারোলিনায় ডেমোক্র্যাটদের থেকে তিনটি আসন দখল করেছে। অঙ্গরাজ্যটিতে রিপাবলিকানরা নিজেদের সুবিধার জন্য ডিসট্রিক্ট সীমারেখা পুনঃনির্ধারণ করেছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা আলাবামায় একটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত আসন জিতেছে।
ডেমোক্র্যাটদের ৪৩৫ আসনের চেম্বার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিতে হলে অন্তত ছয়টি আসন পুনরুদ্ধার করতে হবে। ভোটাররা ডেলাওয়্যারে ইতিহাস সৃষ্টি করেছে। সেখানে তারা ডেমোক্র্যাট সারা ম্যাকব্রাইডকে কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য হিসেবে নির্বাচিত করেছে।
রিপাবলিকানরা মন্টানায় জয় পেলে সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরো বাড়বে। সেখানে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট জন টেস্টার কঠিন লড়াইয়ের সম্মুখীন। টেক্সাসে, বর্তমান রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ পুনর্নির্বাচিত হচ্ছেন বলে অনুমান করা হচ্ছে। ডেমোক্র্যাট কলিন অ্যালরেডকে পরাজিত করতে চলেছেন তিনি।