মার্কিন নির্বাচনে এমন অনিশ্চয়তা খুব কমই দেখা গেছে। কোন প্রার্থী এগিয়ে আছেন তা বুঝতে পারা এখন প্রায় অসম্ভব। নির্বাচনের ফল গণনার ক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে।
ইতিহাসে অনেক নির্বাচনেই খুব কম ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে। ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ ফ্লোরিডায় আল গোরকে মাত্র কয়েকশ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। তবে তখন শেষ মুহূর্তে একটা দিক নির্দেশনা ছিল। এছাড়াও পাল্লা কোন দিকে ভারী হতে পারে তা কিছুটা আঁচ করা যাচ্ছিল। ২০১৬ সালের নির্বাচনেও হিলারি ক্লিনটনের পক্ষে জনমত জরিপ থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্পের দিকে সমর্থন বেড়ে যাওয়ায় সব হিসাব পাল্টে যায়।
কিন্তু এবার সবকিছু আরো ঘোলাটে। কেউই নিশ্চিত করে বলতে পারছে না কোন প্রার্থী এগিয়ে আছেন। বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ ভিন্ন ভিন্ন দিক দেখাচ্ছে। নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।
এবারের নির্বাচনে তাই সবার নজর শেষ মুহূর্তের ভোটারদের ওপর। শেষের এই কয়েক ঘণ্টাই ঠিক করবে কোন দিকে গড়াবে মার্কিন রাজনীতির চাকা।