রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন। এরপর থেকেই বেশ কয়েকজন বিশ্ব নেতা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। খবর বিবিসি।
ট্রাম্পের উদ্দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান সহযোগিতার ক্ষেত্রকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়।
তিনি আরো বলেন, এটি একটি বিশাল বিজয়!
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করে বলেন, মার্কিন রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিরাট জয়ে অভিনন্দন। এটি বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!
ট্রাম্প বিজয় ঘোষণা করলেও এখনো তিনি প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট জেতেননি। প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের চেয়ে এখন পর্যন্ত ৪টি কম আছে তার। তবে, বাকি অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে, কমলা হ্যারিসের ভোট সংখ্যা ২১৯।