হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এ হামলা চালায়। খবর বিবিসি।
ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) দুটি ড্রোন ট্র্যাক করে। এর মধ্যে একটি গুলি করে নামানো হয়। তবে দ্বিতীয়টি রাডার থেকে হারিয়ে যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি বলেন, আমরা যুদ্ধে আছি এবং প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা কঠিন ও বেদনাদায়ক। নিহত চার সেনার বয়স ১৯ বছর। এছাড়াও হামলায় কয়েক ডজন সেনা আহত হয়েছেন।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৩ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৫১ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছে।