চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি

ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে।

ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। এছাড়া চট্টগ্রামে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: জেলার তারাকান্দায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তালদিঘী পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাকান্দা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সিএনজিচালক রউফ মিয়া ও ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের রজব আলীর ছেলে রাহাত হোসেন (৩৫)।

পুলিশ জানায়, ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেটকার সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলে রউফ মিয়া মারা যান। গুরতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান রাহাত। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী তানজিলা ও তাসলিমা আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আরী জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রা‌মে লরিচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রাশেদ খান (২৭) ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার পূর্ব শহীদনগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মো. ইব্রাহিম।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহাদত জানান, ঢাকামুখী একটি লরি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ এক যাত্রী মারা যান।

টাঙ্গাইল: জেলার ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।

পুলিশ জানায়, মধুপুর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধনবাড়ীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বাঘিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহত হন আরো তিন যাত্রী। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো একজন মারা যান।

ধনবাড়ী থানার ওসি ইদ্রিস আলী জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈলে প্রাইভেটকার উল্টে রাইসুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার দুপুরে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান।

রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা জানান, চালক ব্রেক করতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

চট্টগ্রাম: নগরের সিঅ্যান্ডবি এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরের কালুরঘাটমুখী সড়ক থেকে আসা একটি বাসের সঙ্গে সিঅ্যান্ডবিমুখী একটি বাসের সংঘর্ষ হয়। একটি বাস নগরের কালুরঘাট পতেঙ্গা রুটে চলাচল করে। অন্যটি নিউমার্কেট থেকে কাপ্তাই রাস্তার মাথা। সিঅ্যান্ডবি এলাকার কারখানাগুলোয় শ্রমিকদের আনা-নেয়া করত বাস দুটি।

চান্দগাঁও থানার এসআই সুমন বড়ুয়া জানান, বাস দুটি কারখানার শ্রমিকদের আনা-নেয়া করত। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা হাসপাতালে গিয়েছেন।

আরও