সরবরাহ সংকটের আশঙ্কায় ঊর্ধ্বমুখী তামার বাজার

বণিক বার্তা ডেস্ক

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল ঊর্ধ্বমুখী ছিল তামার দাম। চীনে উৎপাদন কার্যক্রম বাড়ার সম্ভাবনা এবং পানামায় উত্তোলন কমার ঘটনা এতে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে তিন মাস সরবরাহ চুক্তিতে গতকাল শিল্প ধাতুটির দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮ হাজার ৪৬২ ডলার। একই সময়ে সর্বাধিক বিক্রীত জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার দাম কমেছে দশমিক ১ শতাংশ। টনপ্রতি বিক্রি হয়েছে ৬৮ হাজার ১১০ ইউয়ানে।

কানাডিয়ান খনি কোম্পানি ফার্স্ট কোয়ান্টামকে কোব্রে পানামা তামার খনিতে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে পানামার প্রেসিডেন্ট। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট কোম্পানিটির চুক্তিকে অসাংবিধানিক হিসেবে রায় দেয়। বিশ্বের শীর্ষস্থানীয় এ খনিতে উত্তোলন কার্যক্রম বন্ধ হওয়ায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

মাসভিত্তিক হিসেবে এলএমইতে চার মাসের মধ্যে প্রথমবারের মতো নভেম্বরে তামার দাম ৪ দশমিক ২ শতাংশ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। আর এসএইচএফইতে দাম বৃদ্ধির পরিমাণ দাঁড়াতে পারে ১ দশমিক ৪ শতাংশে।

বাজার তথ্য বলছে, ভিন্ন মুদ্রার গ্রাহকের কাছে ডলারের বিনিময়মূল্য কমায় তামার বিক্রি বেড়েছে। চাহিদা বৃদ্ধির ফলে ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিকে গতকাল এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২১৬ ডলারে। দস্তার দাম দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ৫০৩ ডলার ৫০ সেন্টে উঠেছে।

অন্যদিকে নিকেলের দাম দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ১৭ হাজার ৭৫ ডলারে বিক্রি হয়েছে। সিসার দামও দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ১৪০ ডলার ৫০ সেন্টে নেমেছে। আর টিনের দাম প্রতি টনে দশমিক ২৩ শতাংশ কমে নেমেছে ২৪০ ডলারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন