ইউনিসেফের হেলথ স্পেশালিস্ট ইউডার শিক্ষার্থী সাহাব উদ্দিন সবুজ

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ছাত্ররা ছড়িয়ে পড়ছেন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার প্রখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ছাত্ররা ছড়িয়ে পড়ছেন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার প্রখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে। পরিবেশ, স্বাস্থ্য ও দূষণসংক্রান্ত বৈশ্বিক সংকট মোকাবেলায় অবদান রাখার মাধ্যমে তৈরি করেছে প্রশংসনীয় অবস্থান। মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়োইনফরমেটিকস বিভাগের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ড. এএসএম সাহাব উদ্দিন সবুজ বর্তমানে জাতিসংঘের ইউনিসেফের হেলথ স্পেশালিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন। প্রতিষ্ঠানটিতে তিনি ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে নিযুক্ত। বিশ্বের ১৩৬টি দেশের প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় বিট করে তিনি ওই সংস্থায় যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়ে কাজে যোগদান করেন। গ্রুপ ছবিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বিষয়ের স্পেশাল প্রোগ্রাম ট্রেনিং ইন ট্রপিক্যাল ডিজিজেসের (টিডিআর) স্ট্যান্ডিং কমিটি মিটিং শেষে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ড. এএসএম সাহাব উদ্দিন সবুজ। সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. জেরেমি ফারার, টিডিআর পরিচালক এবং কয়েক দেশের দাতা সংস্থার প্রতিনিধি।

আরও