ইন্টেরিয়র আর্কিটেকচার

এশিয়ান ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড পেয়েছেন জোসেফ

এশিয়ান ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী জোসেফ অ্যালেক্স গোমেজ।

এশিয়ান ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী জোসেফ অ্যালেক্স গোমেজ। আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন সেক্টরে এ পুরস্কার প্রদান করা হয়। জীবনে একবার কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন। প্রতি বছর এর জন্য নতুন থিম সিলেক্ট করা হয়ে থাকে। ডিজাইনারকে সে থিম মাথায় রেখেই প্রজেক্ট শেষ করতে হয়। এবার এ প্রতিযোগিতার থিম ছিল ‘‌কনভার্জ’। এ বছর ১৫টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নিজের অভিজ্ঞতা বর্ণনা করে জোসেফ বলেন, ‘‌এ প্রতিযোগিতা আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। আমার প্রজেক্ট ছিল উত্তরায় অবস্থিত একটি জাপানি রেস্টুরেন্ট। এটি একটি কাল্পনিক দৃশ্য এবং রেস্তোরাঁটি জাপানি অ্যানিমি ওয়ান পিসের ওপর ভিত্তি করে তৈরি করা। ওয়ান পিস একটি অল্প বয়স্ক ছেলের গল্প বলে, যে জলদস্যুদের রাজা হওয়ার স্বপ্ন দেখে । মুভিটি আমাদের দেখায়, স্বপ্ন, আশা, বন্ধুত্ব, বন্ধন, স্বাধীনতা। করোনাকালে এ জিনিসগুলোই আমরা মিস করেছি। আমরা প্রত্যেকেই নিজের ঘরে তালাবদ্ধ ছিলাম। মানব স্পর্শের কথা ভুলে গিয়েছিলাম, আশা হারিয়েছিলাম ও আমাদের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। ডিজাইনের মাধ্যমে আমি ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ডের থিম মাথায় রেখে অ্যানিমিটি কী বলতে চেয়েছে, তা প্রদর্শন করেছি।’ 

আরও