জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে একসঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি নামে পড়ানো হয়।

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে একসঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি নামে পড়ানো হয়। অবশ্য বেশকিছু বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামেও বিভাগ রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং সাবজেক্টের তালিকায় থাকতে হবে বায়োলজি বা জীববিজ্ঞান। একাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে চার বছর মেয়াদি স্নাতক, এক বছরের স্নাতকোত্তর, দুই বছরের মাস্টার অব ফিলোসফি (এমফিল) এবং তিন বছরের ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) গ্রহণের সুযোগ রয়েছে। ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে গবেষণার অনেক সুযোগ। দেশে ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কৃষিগুচ্ছভুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য।

এছাড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে স্নাতক স্নাতকোত্তর নেয়া যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আর বিদেশে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়। জাপান সরকারের মনবুকাগাকুশো, চীনা সরকারের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ব্রিটেনের কমনওয়েলথ, জার্মানির ডিএএডি, বেলজিয়ামের ভিলারওস স্কলারশিপ, ইউরোপীয় দেশগুলোর ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ, সুইডেনের সুইডিস ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ লুফে নিতে পারেন। এসব বৃত্তির মাধ্যমে টিউশন ফি ছাড়াই সেখানে পড়ালেখা গবেষণা করা যায়।

আরও