লিংকড অ্যাকাউন্টে পরিচয় যাচাইয়ের সুবিধা দেবে ডিসকর্ড

বণিক বার্তা ডেস্ক

পরিচয় যাচাইয়ে বা শনাক্তে অন্য অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে ডিসকর্ড। এর পাশাপাশি কানেকশনের পরিধিও বাড়ানো হচ্ছে। ব্যবহারকারীরা যেসব গান শোনে ফিচারটির মাধ্যমে তা জানা যাবে। খবর এনগ্যাজেট।

কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি কার্যকর হবে। যেসব ব্যবহারকারী অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে তাদের জন্য নির্দিষ্ট সার্ভার রোল চালু করবে অ্যাডমিনরা। বিশ্বাসযোগ্যতার মাত্রা আরো শক্তিশালী করতেই লিংকড অ্যাকাউন্টের আইডিয়া নিয়ে কাজ করছে প্লাটফর্মটি। এক্সবক্স, প্লেস্টেশন, স্টিম, এপিক গেমস, ব্যাটল নেট, লিগ অব লিজেন্ডস, রায়ট গেমস, রেডিট, টিকটক, টুইটার, ইউটিউব, টুইচ, ইনস্টাগ্রাম, স্পটিফাই, ফেসবুক, গিটহাব, ক্রাঞ্চিরোল, পেপাল ইবেতে ফিচার ব্যবহারের সুবিধা রয়েছে।

ব্যবহারকারীরা তাদের ডিসকর্ড প্রোফাইলে এসব প্লাটফর্মের কানেক্টেড অ্যাকাউন্ট দেখাতে পারবে। এছাড়া অ্যাকাউন্টগুলোয় মোট ফলোয়ারের সংখ্যাসহ আরো কিছু বিষয় দেখা যাবে। যদি কেউ ডিসকর্ডে শিল্পকর্ম বিক্রি করে তাহলে গ্রাহক বা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ডেভিয়ান আর্ট প্রোফাইল দেখাতে পারবে।

যেসব ব্যবহারকারী অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করেছে তাদের আলাদা সার্ভারে প্রবেশে অ্যাডমিন মডারেটররা সুবিধা দেবে। তবে দায়িত্ব পালনের জন্য যেসব পদ রয়েছে সেগুলোয় যুক্ত হওয়ার জন্য অ্যাডমিনরা শর্তাবলি নির্ধারণ করে দেবে।

ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে ডিসকর্ড খুবই সতর্ক। ফলে অ্যাডমিন মডারেটররা চাইলেও কোনো ব্যবহারকারীর কানেকশনের তথ্য জানতে পারবে না। লিংকড অ্যাকাউন্টগুলোর তথ্য জানার আগে ব্যবহারকারীকে আলাদাভাবে যুক্ত হতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন