ব্যাংক খুললেও ব্যস্ততা নেই

তিন দিন ঈদের ছুটি শেষে দেশের সব ব্যাংক খুলেছে। রোববার ছুটি শেষে প্রথম কর্মদিবস শুরু হলেও ব্যাংকগুলোতে গ্রাহকদের তেমন চাপ দেখা যায়নি। এ কারণে ঈদ–পরবর্তী কুশল বিনিময় আর অভ্যন্তরীণ কাজ করে সময় পার করছেন ব্যাংক কর্মকর্তারা।

তিন দিন ঈদের ছুটি শেষে দেশের সব ব্যাংক খুলেছে। রোববার ছুটি শেষে প্রথম কর্মদিবস শুরু হলেও ব্যাংকগুলোতে গ্রাহকদের তেমন চাপ দেখা যায়নি।  এ কারণে ঈদ–পরবর্তী কুশল বিনিময় আর অভ্যন্তরীণ কাজ করে সময় পার করছেন ব্যাংক কর্মকর্তারা। 

করোনাভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ বলবৎ থাকায় আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।

রাজধানী ঘুরে দেখা গেছে, কারওয়ান বাজার, ধানমণ্ডি, গুলশান ও বনানীর শাখাগুলোতে তেমন চাপ নেই। তবে, মতিঝিলের শাখায় গ্রাহক থাকলেও খুবই কম। 

সরকারি নির্দেশনা মেনে ব্যাংক কর্মকর্তাদের গ্রামে যাওয়া নিষেধ ছিল।  এজন্য কর্মস্থলের আশপাশেই ঈদ করেছেন তারা।  তবে করোনায় রোটেশনের কারণে কেউ কেউ অফিসে নেই। যাঁরা অফিসে এসেছেন তাঁরা গল্পগুজব করে সময় পার করছেন। 


আরও