ময়মনসিংহে দুই বাসের সংর্ঘষে নিহত ১, আহত ৫

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে পেছন দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্টো-ব-১৫-১১৬৫) ধাক্কা দিলে ইসলাম পরিবহনের বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

এতে ওই বাসের হেলপার মো. শরিফ খান (৪০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহতের বাড়ি ময়মনসিংহে এবং পিতার নাম ইদ্রিস আলী। স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করেন এবং তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই আশরাফ উদ্দিন জানান, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন