করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার (২৭ ‍জুন) দুপুরে হাসপতাল থেকে বাসায় ফিরেন তিনি। তবে চিকিৎসকরা তাকে আরো দুই সপ্তাহ বাসায় বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন।

মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ মাসুকুর রহমান জানান, মন্ত্রী হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত।  

করোনাভাইরাসে দ্বিতীয় টেস্টের বিষয়ে তিনি বলেন, গত দুইদিন আগে ওনার করোনার দ্বিতীয় পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ এসেছে।  তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। 

করোনায় আক্রান্ত হয়ে ১৭ জুন সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়েছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তারা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন