পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড করোনাভাইরাস পজেটিভ ছিলেন। তার ময়নাতদন্তের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বর্ণবাদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের গতকাল বুধবার রাতে ময়নাতদন্তের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তের জন্য গত ২৬ মে ফ্লয়েডের ন্যাসাল সোয়াব সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষাতেই নভেল করোনাভাইরাস পজেটিভ এসেছে।
এ ব্যাপারে ফ্লয়েডের ময়নাতদন্তকারী চিকিৎসক হেনেপিন কাউন্টির প্রধান স্বাস্থ্য পরীক্ষক ডা. অ্যান্ড্রু বেকার বলেন, গত ৩ এপ্রিলই ফ্লয়েড করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হন। ময়নাতদন্তে ব্যবহার করা হয়েছে পিসিআর মেশিন। এ মেশিনে এ রোগ শুরুর পর কয়েক সপ্তাহ পর্যন্ত পজেটিভ ফলাফল আসতে পারে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে যা মনে হচ্ছে তা হলো, তার করোনাভাইরাস পজেটিভ থাকলেও কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তবে পূর্ববর্তী সংক্রমণের কারণও পিসিআর পরীক্ষায় পজেটিভ আসতে পারে। ২০ পৃষ্ঠার প্রতিবেদনটি পাঠকালে ডা. বেকার আরো বলেন, মৃত্যুর সময় ফ্লয়েড সম্ভবত সংক্রামক ছিলেন না। যদিও এ ভাইরাসের আচরণ বৈশিষ্ট্য সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েই গেছে।
এ সপ্তাহের শুরুর দিকে ফ্লয়েডের ময়নাতদন্তের প্রতিবেদন প্রথম প্রকাশ করা হয়। মাত্র এক পৃষ্ঠার সংবাদ বিজ্ঞপ্তি আকারের ওই প্রতিবেদনে কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কোনো তথ্য ছিল না। সেখানে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে ধরার কারণে রক্ত ও শ্বাস চলাচল বন্ধ হয়েই তিনি মারা গেছেন। পরের বিস্তারিত প্রতিবেদনেও অবশ্য একই কথা বলা হয়েছে।
সূত্র: এবিসি নিউজ