বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মতো ওয়ারফেইজের গান

হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে কাজ করছে। সৌরভ কুণ্ডু পরিচালিত গিরগিটির মাধ্যমে তাদের বাংলা চলচ্চিত্রে পথচলা শুরু হচ্ছে। আপস্টুডিও প্রডাকশন হাউজ অ্যান্ড পাবলিকেশনস প্রযোজিত এ চলচ্চিত্রের টাইটেল সংটি করছে ওয়ারফেইজ। গানটির শিরোনামও ‘গিরগিটি’।

হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে কাজ করছে। সৌরভ কুণ্ডু পরিচালিত গিরগিটির মাধ্যমে তাদের বাংলা চলচ্চিত্রে পথচলা শুরু হচ্ছে। আপস্টুডিও প্রডাকশন হাউজ অ্যান্ড পাবলিকেশনস প্রযোজিত চলচ্চিত্রের টাইটেল সংটি করছে ওয়ারফেইজ। গানটির শিরোনামওগিরগিটি

গানটি নিয়ে খোলামেলা কথা না বললেও পরিচালক সৌরভ কুণ্ডু জানিয়েছেন, গানটির কিছু দৃশ্যে ওয়ারফেইজ ব্যান্ডের সদস্যদের দেখা যাবে। তবে সেটা সচরাচর নিয়মে নয়, গল্পের আকারে। গানটির দৃশ্যে প্রত্যেক সদস্য বিভিন্ন চরিত্র নিয়ে হাজির হবে।

প্রযোজনা সংস্থা আপস্টুডিও প্রডাকশন হাউজ অ্যান্ড পাবলিকেশনসের সিইও ওহামিদুল হাসান নবীন বলেন, আমরা সেই ছোটবেলা থেকে ওয়ারফেজের ভক্ত। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনে ওয়ারফেজের গান কনসার্টে মেতে থাকতাম। গিরগিটি চলচ্চিত্রের মূল গল্পটি লিখেছে আমার বন্ধু সোহেল রানা। ওর গল্পের মূল ভাবনায় ওয়ারফেজের বিভিন্ন গান বেশ প্রভাব ফেলেছে।

পরিচালক বলেন, প্রথম চলচ্চিত্রে ওয়ারফেইজকে পাওয়া আমার জন্য খুব সৌভাগ্য আনন্দের। এর জন্য তিনি ওয়ারফেইজ ব্যান্ডের ড্রামার ব্যান্ডলিডার শেখ মনিরুল আলম টিপুকে বিশেষ ধন্যবাদ জানান।

গিরগিটি চলচ্চিত্রটি মাসেই শুটিং ফ্লোরে যাচ্ছে, এমনটাই জানালেন পরিচালক সৌরভ কুণ্ডু। চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকদের বিশাল এক চমক দিতে চান তিনি।

ওয়ারফেইজের শেখ মনিরুল আলম টিপুকে প্রশ্ন করা হয়ওয়ারফেইজের পথচলার এতদিন পর এসে কেন চলচ্চিত্রের গান করার সিদ্ধান্ত নিলেন? ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল চলচ্চিত্রে কাজ করব। কিন্তু আমরা যেমনটা চাচ্ছিলাম, তেমনটা ব্যাটে-বলে মিলছিল না। এদিকে যারা ছবিটি বানাচ্ছেন, তাদের বেশির ভাগই বুয়েটের শিক্ষার্থী, ক্যাম্পাস জীবন থেকেই তারা আমাদের অর্থাৎ ওয়ারফেইজের গান শুনতে অভ্যস্ত। সেই ভালো লাগার জায়গা থেকেই তারা তাদের ছবির টাইটেল সংটি আমাদের দিয়ে করাতে আগ্রহী হয়। মূলত তাদের ঐকান্তিক ইচ্ছার সঙ্গে আমাদের চাওয়াও মিলে যাওয়ায় চলচ্চিত্রে গান করার সিদ্ধান্ত নিই’—বলেন টিপু।

টিপু আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা আলটিমেট মাধ্যম হলো চলচ্চিত্র। ছবিতে আমরা আরো সম্পৃক্ত হতে চাই ধীরে ধীরে। তারই ধারাবাহিকতায় গিরগিটি ছবি দিয়ে যাত্রা করলাম। আশা করি, শ্রোতা-দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।

আরও