ইদলিব ছেড়েছে ২ লাখ ৩৫ হাজারের বেশি সিরীয়

বণিক বার্তা ডেস্ক

রুশ মদদপুষ্ট সিরীয় বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত দুই সপ্তাহে ইদলিব ছেড়েছে লাখ ৩৫ হাজারেরও বেশি সিরীয় শুক্রবার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ খবর এএফপি

এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, গত ১২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলা সহিংসতায় গণহারে ঘরবাড়ি ত্যাগের ফলে ইদলিবের দক্ষিণাঞ্চলের মারেত আল-নূমান অঞ্চল একেবারে জনশূন্য হয়ে পড়েছে

ডিসেম্বরের মাঝামাঝি থেকে ইদলিবের দক্ষিণাংশে জিহাদিদের ওপর হামলা জোরদার করেছে রুশ মদদপুষ্ট সিরীয় সেনারা এক্ষেত্রে তারা গত আগস্টের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে এবং একটি ডি-এসকেলেশন অঞ্চল স্থাপনে তুরস্ক, ফ্রান্স জাতিসংঘের দাবিকে তোয়াক্কা করছে না

রুশ সমর্থিত সিরীয় স্থলসেনারা অগ্রসর হওয়ার পরিপ্রেক্ষিতে বিমান হামলা ত্বরান্বিত হয়েছে ১৯ ডিসেম্বরের পর থেকে জিহাদিদের নিয়ন্ত্রণ থেকে কয়েক ডজন গ্রাম শহর পুনরুদ্ধার করেছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষেরই শতাধিক সেনা নিহত হয়েছে

জাতিসংঘ বলছে, অব্যাহত বোমা হামলা সংঘর্ষে দক্ষিণ ইদলিবের মারেত আল নূমান এবং পার্শ্ববর্তী সারাক্বেব শহরে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন