মেয়ের জন্য এক প্রবীণ বাবার অদম্য ভালোবাসার কাহিনি নিয়ে আলোচনা চলছে ইন্টারনেটজুড়ে । ডেভিড জোনস নামে ওই ব্যক্তি তার মেয়ের থেকে ৫০ কিলোমিটার দূরে বসবাস করেন। জোনসের মেয়ে যেখানে থাকেন, সেখানেই তার বিয়ে ঠিক হয়। কিন্তু ঝামেলা বাঁধে, বিয়ের দিন ঘনিয়ে আসলে। প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও হারিকেনের কারণে রাস্তা আটকে যাওয়ায় তিনি গাড়ি নিয়ে মেয়ের বিয়ের আসরে পৌঁছাতে পারছিলেন না।
গুড নিউজ মুভমেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুর্যোগে ওই ৫০ কিলোমিটার রাস্তা গাড়ি নিয়ে পাড়ি দেয়া সম্ভব ছিল না। তবে প্রাকৃতিক দুর্যোগে দমে যাননি জোনস। বয়সকালে তিনি ছিলেন একজন দৌড়বিদ। ফলে লম্বা পথ পায়ে হেঁটেই পাড়ি দেয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। অল্পকিছু অতি জরুরি জিনিস ব্যাগে নিয়ে পথে নেমে পড়েন এই বৃদ্ধ। এরপর টানা ১২ ঘণ্টা পায়ে হেঁটে সোজা উপস্থিত হন মেয়ের বিয়ের আসরে। অবশ্য মঞ্চে ওঠার আগে পরিচ্ছন্ন হয়ে স্যুট পরে নিতে ভোলেননি জোনস।
বিষয়টি ইন্টারনেটে প্রচার হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যান জোনস। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার মেয়ে নতুন জীবন শুরু করছে। আমাকে এই বিশেষ অনুষ্ঠানে যাওয়া থেকে কে আটকাতে পারে?
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন জোনস। অনেকেই বলছেন— একজন বাবার ভালোবাসা কখনোই পরিমাপ করা সম্ভব নয়। বাবা বলেই তার পক্ষে এ বয়সেও এটা করা সম্ভব হলো।