সৌদি আরবের মতো মরুভূমি অধ্যুষিত দেশের কিছু অঞ্চলে তুষারপাত—এটি শুনে অবাক লাগতে পারে। তবে সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের আল-জউফ এবং তাবুক অঞ্চলে এমনই এক অপ্রত্যাশিত আবহাওয়ার চিত্র দেখা গেছে। এই অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে এবং পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাত ও শিলা বৃষ্টি দেখা গেছে। সৌদি প্রেস এজেন্সি জানায়, এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া গত কয়েকদিন ধরে দেশের মানুষকে চমকিত করেছে।
ছবি: সৌদি প্রেস এজেন্সি
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে। তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।
ছবি: সৌদি প্রেস এজেন্সি
যদিও সৌদি আরবে এই তুষারপাত স্বাভাবিক ঘটনা নয়, তবু এই ধরনের আবহাওয়া স্থানীয় জনগণ এবং পর্যটকদের জন্য এক ধরনের আনন্দদায়ক চমক এনে দেয়।
তুষারপাতের কারণে পাহাড়ি অঞ্চলে নতুন নতুন জলপ্রপাতেরও সৃষ্টি হয়েছে, যা আল-জউফ অঞ্চলের প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বিশেষ করে বসন্তে এই অঞ্চলে বিভিন্ন প্রজাতির বুনো ফুল ফোটার দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে তোলে।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।