চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে পণ্য রফতানি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চীনের মালিকানাধীন কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড এরই মধ্যে সব প্রক্রিয়া শেষে বেপজা থেকে রফতানির অনুমোদন পেয়েছে। প্রথম চালান হিসেবে আজ ৩ লাখ ৪৯৩ হাজার ডলারের জুতা তৈরির ইভা শিট বায়ার মনোনীত কোম্পানির কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
বেজা সূত্রে জানা গেছে, বিদেশে রফতানির সব প্রক্রিয়া অনুসরণ করে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেডের উৎপাদিত জুতা তৈরির সামগ্রীবাহী চালানটি ঢাকার গাজীপুরের ব্লু ওশান ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানে যাবে। বিদেশী বায়ার মনোনীত কোম্পানি হিসেবে কেপিএসটি সু থেকে ব্লু ওশান ফুটওয়্যার জুতা তৈরির সামগ্রী নিচ্ছে। এটাকে ডিমড এক্সপোর্ট বা প্রচ্ছন্ন রফতানি বলা হয়। ৩ নভেম্বর থেকে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এরই মধ্যে তারা ৩৪ লাখ ৮০ হাজার ডলার বিনিয়োগ করেছে। তবে ৮০ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
বেজা সূত্রে আরো জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এরই মধ্যে জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড স্টিল, এশিয়ান পেইন্টস, সামুদা ফুড ও ম্যারিকো কোম্পানি উৎপাদন শুরু করেছে। স্থানীয় বাজারে তারা পণ্য সরবরাহও শুরু করেছে। এছাড়া বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও মডার্ন সিনটেক্স শিগগিরই উৎপাদনে যাবে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের মালিকানাধীন ফ্যানকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড ও কাইশি লিঙ্গারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আরো দুটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে জুতার অ্যাকসেসরিজ উৎপাদনকারী ফ্যানকুন কম্পোজিট বিনিয়োগ করবে ২২ লাখ ডলার, কাইশি লিঙ্গারি বিনিয়োগ করবে ৬ কোটি ১০ লাখ ডলার।
জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘বঙ্গবন্ধু শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে প্রথম রফতানি হচ্ছে। আরো দুটি কোম্পানি শিগগিরই উৎপাদনে যাচ্ছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩৫ হাজার একর জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২০টি কোম্পানি কারখানা নির্মাণকাজ শুরু করেছে। উৎপাদনে গেছে পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান। ’