মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের দাখিলপত্র অনলাইনে (পণ্যের উৎপাদন ও বিক্রয় মূল্য) সহগ ঘোষণার সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করার পর আর ভ্যাট অফিসে হার্ড কপি জমা দিতে হবে না। এমনকি করদাতা অনলাইনে ভ্যাট পরিশোধের পর কোনো করদাতার কাছে ভ্যাট অফিসার কর্তৃক ভ্যাট দাখিলের হার্ড কপি চাওয়া আইনসংগত নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
কাগুজে ভ্যাট দাখিলের তুলনায় অনলাইনে দাখিল করা অনেক সহজ। তাই সব ভ্যাটদাতাকে অনলাইনে ভ্যাট দেয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর অবহিত হয়েছে যে অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ড কপি চাওয়া হয়, যা আইনসংগত নয়। অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।
তাছাড়া দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করারও বিধান নেই বলে জানিয়েছে এনবিআর।
সংস্থাটি জানিয়েছে, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস) কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। এছাড়া ভ্যাটের দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যাবে।
এসব কারণে অনলাইনে ভ্যাট দাখিল কাগুজে দাখিলপত্রের তুলনায় অনেক সহজ। তাই কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সব ভ্যাটদাতাকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে এনবিআর।