মিরসরাইয়ে বন্যায় মৎস্য খাতে ৩৭৪ কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ৩৭৪ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ৩৭৪ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। তবে মৎস্যচাষীদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে বিনিয়োগ হারিয়ে অনেকেই এখন দিশেহারা। একদিকে মৎস্য খাদ্য ও ওষুধের দোকানে বকেয়া, অন্যদিকে ব্যাংক ঋণ পরিশোধের চিন্তায় মৎস্যচাষীরা সরকারের সহযোগিতা কামনা করছেন।

উপজেলা মৎস্য অধিদপ্তরে তথ্য অনুযায়ী, মিরসরাইয়ে সাত হাজার হেক্টর ছোট-বড় মৎস্য খামার রয়েছে। যেখানে বছরে প্রায় ৫০ হাজার টন মাছ উৎপাদন হয়, যা অত্র উপজেলার পাশাপাশি চট্টগ্রামের ৭০ শতাংশ মাছের চাহিদা পূরণ করে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মৎস্য অঞ্চলখ্যাত মিরসরাইয়ের মুহুরী প্রজেক্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ২ হাজার ২৯ হেক্টর আয়তন খামারের ১৯ হাজার ২০ টন মাছ ভেসে গেছে, যার আনুমানিক মূল্য ৩৭০ কোটি ৯৪ লাখ টাকা। সেই সঙ্গে ভেসে গেছে ৪৬ লাখ ৪০ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা, যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা।

মিরসরাই উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষীর পুরস্কার পাওয়া মুহুরী প্রজেক্ট এলাকার চাষী তৌহিদুল ইসলাম তুহিন। তিনি বলেন, ‘মিরসরাইয়ে আমার ২৫ একর ও সোনাগাজী অংশে ১০ একরের মৎস্য খামারসহ শ্রমিকদের বাসস্থান ও খাদ্য রাখার ঘর, নলকূপ সব মুহুরী নদীতে বিলীন হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। আমার মতো চার হাজারেরও বেশি মৎস্যচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের ব্যাংক লোন রয়েছে। সেই সঙ্গে রয়েছে মাছের খাদ্য ও ওষুধের দোকানের বকেয়া। এসব ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে মিরসরাই মুহুরী প্রজেক্ট মৎস্যচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সাম্প্রতিক বন্যায় মুহুরী প্রজেক্টের মৎস্যচাষীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা সহজ হবে না। তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নের বিনিয়োগ তাসের ঘরের মতো ধ্বংস হয়ে গেছে। এ বন্যায় মৎস্যচাষীদের প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ‘মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় মৎস্য খাতে আমাদের প্রাপ্ত তথ্যে প্রায় ৩৭৪ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্যচাষীদের দাবি ক্ষতির অংকটা ৬০০ কোটি টাকা। তবে আমরা এখনো তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।’

আরও