বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান

দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান হিসেবে স্কাইডাইভার হিসেবে পরিচিত ব্যাংকার আশিক চৌধুরীকে বেছে নেয়া হয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত এ সংস্থায় বিজনেস ডেভেলপমেন্ট নামে একটি বিভাগ চালু করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কর্মকর্তা নাহিয়ান রহমান রোচিকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে এ পদে যোগ দিতে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বিডা।

তথ্য অধিদপ্তর বলেছে, রোচি এ দায়িত্ব নিলে তার কাজ হবে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর অধীনে দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) স্নাতক রোচি এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে তার দক্ষতার ছাপ রেখেছেন বলে তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসাবে যোগদানের ব্যাপারে নাহিয়ান রহমান বলেন, ‘দেশের বিনিয়োগ উন্নয়নে বিডার গুরুত্ব অপরিসীম। বিডার বিজনেস ডেভেলপমেন্টে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জ ও সম্মানের। আমি বাংলাদেশকে একটি সমৃদ্ধ বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যা ব্যবসায়ের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে এবং সকল নাগরিকের কল্যাণে অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত করবে।’

বিডার প্রবিধান অনুযায়ী বিনিয়োগ আকৃষ্ট করতে এভাবে বেসরকারি ব্যক্তির নিয়োগের সুযোগ রয়েছে। এর আগে ১৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো বেসরকারি খাতের কোনো কর্মকর্তা সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে আসেন। বিমানে ৪১ হাজার ৭৯৫ ফুট উচ্চতায় উঠে শূন্যে লাফ দিয়ে দেশের পতাকা ওড়ানো স্কাইডাইভার আশিক চৌধুরীকে এ দায়িত্ব দেয় সরকার। এবার অতিরিক্ত সচিব পদমর্যাদায় বেসরকারি খাত থেকে রোচি নিয়োগ পেলেন। তিনি বিজনেস ডেভেলপমেন্ট ‘উইং চিফ’ হিসেবে কাজ করবেন। এর আগে এ উইং বিডায় ছিল না।

আরও