আন্তর্জাতিক রুটগুলোয় উড়োজাহাজ ভ্রমণের চাহিদা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এ পরিস্থিতির সুবিধা নিতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ইতিহাদ এয়ারওয়েজের। এর অংশ হিসেবে নিজেদের বহরে আরো কয়েকটি এয়ারবাস এ৩৮০ সুপারজাম্বো উড়োজাহাজ পুনরায় যুক্ত করতে যাচ্ছে আবুধাবিভিত্তিক এয়ারলাইনসটি। খবর দ্য ন্যাশনাল।
ইতিহাদ এয়ারওয়েজের চিফ রেভিনিউ ও কমার্শিয়াল অফিসার আরিক ডে বাহরাইনে রুটস ওয়ার্ল্ড সম্মেলনে জানান, তারা ডাবল-ডেকার উড়োজাহাজটি এমন একটি রুটে চালাবে, যেখানে আগে কখনো এর পরিষেবা ছিল না।
বাড়তি চাহিদা মেটাতে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে উড়োজাহাজ সরবরাহের চুক্তি করেছে ইতিহাদ। তবে সরবরাহ পেতে বিলম্ব হচ্ছে। এটিও এ৩৮০ সুপারজাম্বো ফেরানোর সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।
বর্তমানে চারটি এ৩৮০ উড়োজাহাজ লন্ডন হিথ্রো ও নিউইয়র্ক জেএফকে রুটে চলাচল করছে। পঞ্চমটি চলতি মাসের শেষ নাগাদ চালু করা হবে। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর রুটে ষষ্ঠ এ৩৮০ ও সপ্তমটি ২০২৫ সালের জুনে নতুন রুটে চালু হবে।
এর আগে ২০২০ সালে কভিড-১৯ মহামারীর সময় বৈশ্বিক উড়োজাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইতিহাদও নিজেদের ১০টি এ৩৮০ উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়। তবে এর মধ্যে পাঁচটিকে পুনরায় নিজেদের বহরে যুক্ত করে এয়ারলাইনসটি। নতুন পরিকল্পনার আলোকে আরো এ৩৮০ যুক্ত হচ্ছে।
আরিক ডে বলেন, ‘সপ্তম এ৩৮০ আগামী বছরের জুনে চালু হবে। তাই এটি লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, সিঙ্গাপুরে, না অন্য কোন গন্তব্যে চলবে, তা আমি এখনই বলব না।’
এর আগে ইতিহাদ এভিয়েশন গ্রুপের প্রধান নির্বাহী আন্তোনিওলদো নেভেস আগস্টে জানিয়েছিলেন, এয়ারলাইনসটি বাজারের অবস্থার ওপর নির্ভর করে আরো এ৩৮০ উড়োজাহাজ পুনরায় চালুর চিন্তা করছে।
এদিকে বোয়িং ও এয়ারবাস উভয় কোম্পানি ইতিহাদ এয়ারওয়েজকে উড়োহাজাজ সরবরাহে বিলম্ব করছে। ইতিহাদ এভিয়েশন গ্রুপের প্রধান নির্বাহী আন্তোনিওলদো নেভেস বলেন, ‘সরবরাহে বিলম্বের কারণে আমাদের প্রবৃদ্ধি কম হবে না। তবে সময়মতো সরবরাহ পেলে প্রবৃদ্ধি আরো বাড়তে পারত।’
অতিরিক্ত এ৩৮০ পুনরায় চালুর উদ্দেশ্য আরো প্রিমিয়াম শ্রেণীর যাত্রী আকর্ষণ। উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট। এতে যাত্রীরা ‘দ্য রেসিডেন্ট’ নামে তিন-রুমের সুইট বুক করতে পারেন। এছাড়া চার-ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটিতে প্রথম শ্রেণীর অ্যাপার্টমেন্ট ও বিজনেস স্টুডিওর সুবিধা রয়েছে।
মহামারীকালে স্থগিত রাখার পর ইতিহাদ এয়ারওয়েজ গত বছরের জুলাইয়ে আবুধাবি-লন্ডন হিথ্রো রুটে এ৩৮০-এর ফ্লাইট পুনরায় শুরু করে। আরিক ডে বলেন, ‘ফ্লাইটগুলো প্রত্যাশার চেয়েও ভালো চলেছে। এটাই পঞ্চম এ৩৮০ উড়োজাহাজ আনার সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। চলতি মাসের শেষে বিমানটি বহরে যুক্ত হতে যাচ্ছে। আমরা নভেম্বর থেকে প্যারিসে পরিষেবা প্রদান শুরু করব। প্যারিসের প্রাথমিক বুকিংয়ের পরিমাণও বেশ ভালো।’