আকিজ সিমেন্টের ২২ বছর পূর্তি উদযাপন

আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড গত ২২ বছর ধরে দেশের নির্মাণ শিল্পে অবদান রেখে আসছে। রোববার (৩ নভেম্বর) কোম্পানিটি তাদের ২২ বছর পূর্তি উদযাপন করেছে।

আকিজ হাউজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনটি পরিচালনা করেন আকিজ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের জোয়াদ্দারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ জসিম উদ্দিন আকিজ সিমেন্টের ২২ বছরের সফল পথচলায় সব বিজনেস পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতের উন্নয়নের জন্য আরো কঠোর পরিশ্রম এবং গ্রাহকসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আকিজ সব সময় কাস্টমার ফোকাসড একটি প্রতিষ্ঠান। আমাদের আরো বেশি কাস্টমার সার্ভিসে মনোযোগী হতে হবে।’

রাজধানী ঢাকায় আকিজ সিমেন্টের বাজার বিস্তৃতির পরিকল্পনা তুলে ধরে তিনি এ উদ্যোগকে ‘ঢাকা জয়’ মিশন হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সে লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আকিজ সিমেন্টের ভবিষ্যৎ প্রসারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা উন্মোচন করা হয়। বর্তমানে ২টি প্ল্যান্টের মাধ্যমে উৎপাদন চললেও ভবিষ্যতে তৃতীয় ও চতুর্থ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, যা কোম্পানির সক্ষমতা ও অগ্রগতিকে আরো এগিয়ে নেবে।

ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের জোয়াদ্দার বলেন, উচ্চমানের সিমেন্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে আকিজ আরো প্রচেষ্টা চালাবে এবং গ্রাহকসেবায় অগ্রগামী থাকবে।

আকিজ সিমেন্টের ২২ বছর পূর্তি অনুষ্ঠান তাদের অঙ্গীকার ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার মাইলফলক হিসেবে উদযাপন করা হয়। এ উদযাপনে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা পরিবেশবান্ধব এবং টেকসই পণ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। —বিজ্ঞপ্তি

আরও