হারিকেন মিল্টনের প্রভাবে ফ্লোরিডায় বীমার ক্ষতিপূরণ পৌঁছবে ১০০ বিলিয়ন ডলারে

হারিকেন মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণহানির পাশাপাশি ধন-সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

হারিকেন মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণহানির পাশাপাশি ধন-সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ বলছে, ঘূর্ণিঝড়টির কারণে বীমার আওতাধীন ক্ষতিগ্রস্ত ধন-সম্পদের বিপরীতে মালিকদের ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে রাজ্যের বীমা কোম্পানিগুলোকে, যা ২০২২-এর হারিকেন ইয়ানের পর সর্বোচ্চ। সংস্থাটি বলছে, দুই সপ্তাহ আগে হারিকেন হেলেনের পর মিল্টন বীমা কোম্পানিগুলোর আরো চাপ সৃষ্টি করবে, যা টানা পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ বাবদ প্রদান করা অর্থের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের ওপরে নিয়ে যাবে। খবর রয়টার্স

আরও