দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে আমদানীকৃত ও দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীরা জানান, দুর্গা পুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ আছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে পণ্যটির দাম বেড়েছে।
হিলি বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই আমদানীকৃত ও দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দুদিন আগে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৮৫-৯০ টাকা, বর্তমানে তা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশী পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, আগে যা ছিল কেজিপ্রতি ১১০ টাকা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে দেশী পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। আগে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ৪ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকায় বেচাকেনা হচ্ছে। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে আমরা কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি করছি।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, ‘বৃষ্টিপাতের কারণে ভারতে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী ছিল। বর্তমানে আমদানি কমায় তা আরো বেড়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কারো বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’