সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গোল্ডেন ভিসা সুবিধা পাচ্ছেন শিক্ষকরা। সম্প্রতি অঞ্চলটির নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এক ঘোষণায় জানিয়েছে, দুবাইয়ের বেসরকারি খাতের শিক্ষকরা ১৫ অক্টোবর থেকে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। খবর সিয়াসত ডেইলি।
প্রতিবেদনে বলা হচ্ছে, আমিরাতের বেসরকারি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন শিক্ষকদের দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি দেয়া হবে। নতুন পদক্ষেপে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত সপ্তাহে গোল্ডেন ভিসার এ সুবিধা ঘোষণা করেন শেখ মোহাম্মদ। এক বার্তায় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণ মন লালনপালন এবং আগামী দিনের নেতাদের গড়ে তুলতে পারে, এমন মূল্যবোধের ক্ষেত্রে আমরা আপনাদের প্রচেষ্টার গভীর প্রশংসা করি। দুবাইয়ের ভবিষ্যৎ গঠনে এবং শিক্ষা কৌশল ই৩৩-এর দূরদর্শী লক্ষ্য অর্জনে আপনারা মূল অংশীদার।’
এ ভিসার জন্য বিভিন্ন বিভাগে যোগ্যতাধারীরা আবেদন করতে পারবেন। তাদের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও নেতৃত্বস্থানীয় শিক্ষক, আর্লি চাইল্ডহুড কেন্দ্রের ব্যবস্থাপক, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণকালীন ফ্যাকাল্টি ও প্রশাসনিক জ্যেষ্ঠ কর্মকর্তারা।
গোল্ডেন ভিসার আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে প্রিন্সিপালদের জন্য প্রযোজ্য কেএইচডিএর স্কুল রেটিং রিপোর্ট, পুরস্কার সনদ, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে জরিপের ফলাফল ও প্রশংসাপত্র, অধ্যক্ষ, ই৩৩ ব্যবস্থাপক ও বিদ্যালয় প্রধানদের ক্ষেত্রে কর্মকর্তাদের প্রশংসাপত্র, সামাজিক কাজে সম্পৃক্ততার প্রমাণ, শিক্ষকদের কর্মক্ষেত্রে উন্নতি বিষয়ে নথি, বোর্ড অব গভর্নরস থেকে সুপারিশ ও মনোনয়নের চিঠি।
এ ভিসার যোগ্যতা অর্জনে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এমন শিক্ষকরা এতে অংশ নিতে পারবেন, যারা ব্যতিক্রমী একাডেমিক অর্জন এবং শিক্ষায় উদ্ভাবনী অবদানের নজির রেখেছেন। তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নতির প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকার পাশাপাশি বৃহত্তর শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ও স্বীকৃতির প্রমাণ। এছাড়া তাদের একাডেমিক অগ্রগতিসহ শিক্ষার্থীদের ফলাফলের উন্নতিতে প্রমাণিত অবদান থাকতে হবে।
গোল্ডেন ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই পিএইচডি, পেশাদার ডক্টরেট, স্নাতকোত্তর ও প্রাসঙ্গিক পেশাদার যোগ্যতা সম্পর্কিত উচ্চতর ডিগ্রি থাকতে হবে।