পরিবেশবান্ধব বিনিয়োগ শক্তিশালী করার আহ্বান শীর্ষ সিইওদের

পরিবেশবান্ধব ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আইকিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও ভলভো কারসসহ বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর ১০০ জনের বেশি সিইও।

পরিবেশবান্ধব ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আইকিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও ভলভো কারসসহ বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর ১০০ জনের বেশি সিইও। আগামী মাসে বাকুতে অনুষ্ঠিতব্য কপ ২৯ সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্যোগে এক উন্মুক্ত চিঠিতে এ কথা বলেন তারা। খবর গার্ডিয়ান।

ওই চিঠিতে স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ, অর্থায়ন বৃদ্ধি ও সবুজ বিনিয়োগের বাধা দূর করার আহ্বান করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানান সিইওরা।

এদিকে একই সময়ে কিছু বড় কোম্পানি তাদের জলবায়ু প্রতিশ্রুতি রক্ষায় অনাগ্রহ দেখিয়েছে। এবারের কপ ২৯ সম্মেলনে ব্যাংক অব আমেরিকা, ব্ল্যাকরক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ডয়েচ ব্যাংকের সিইওরা অংশ নেবেন না বলে জানা গেছে। তাদের যুক্তি, বিভিন্ন সরকার পরিবেশবান্ধব বিদ্যুৎ ও প্রযুক্তির জন্য যথেষ্ট সহায়তা এবং মান নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে।

এদিকে চিঠির বিষয়ে ইঙ্কা গ্রুপের সিইও (আইকিয়ার প্রধান অপারেটর) জেসপার ব্রডিন বলেন, ‘‌যারা চিঠিতে স্বাক্ষর করেছেন, তারা চাচ্ছেন সরকার শক্তিশালী লক্ষ্য নির্ধারণ করুক, অর্থায়ন বৃদ্ধি করুক এবং শিল্প ও কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের বাধা দূর করুক।’

তিনি আরো বলেন, ‘‌আমাদের আরো বেশি যোগাযোগ, সমর্থন ও বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের সঙ্গে আরো সহযোগিতা সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।’

জুরিখ ইন্স্যুরেন্স, ইবারড্রোলা ও ফোর্টেস্ক মেটালসের সিইওসহ চিঠিতে স্বাক্ষরকারীরা কার্বন মূল্যনির্ধারণ, উচ্চ মানের কার্বন মার্কেট উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানির ভর্তুকি বন্ধ করার পক্ষে সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ‘‌২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ তিন গুণ এবং জ্বালানি দক্ষতা দ্বিগুণ করার জন্য কপ ২৮-এ করা অঙ্গীকারগুলো পূরণে যে বাধা রয়েছে, তা দূর করতে নীতিনির্ধারক ও নিয়ন্ত্রকদের ব্যবস্থা নিতে হবে।’

আরও