জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (জিএনএফএল) কার্যক্রম বন্ধ করা হয়েছে। কোম্পানিটির পরিচালক শাহীন আক্তার চৌধুরী ডিএসইকে জানান, শ্রম অসন্তোষ ও কার্যকরী মূলধন ঘাটতির কারণে কোম্পানির কার্যক্রম বন্ধের বিষয়ে গত ২০ অক্টোবর বিএসইসিকে একটি চিঠি দেয়া হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ও এমডি যোগাযোগের বাইরে রয়েছেন, এমনকি তারা দেশের বাইরেও থাকতে পারেন। তাদের অনুপস্থিতিতে পর্ষদ সভা আয়োজন ও ব্যাংকের লেনদেনও পরিচালনা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বিএসইসির কাছে প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হয়েছে।