মিরসরাইয়ে বন্যায় পোলট্রি শিল্পে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় পোলট্রি শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে যার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় পোলট্রি শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে যার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। 

জানা গেছে, সাম্প্রতিক বন্যায় মিরসরাই উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, সাহেরখালী, ইছাখালীর কিছু অংশ, ওসমানপুর ও ধুম ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অর্ধশত পোলট্রি খামারের লক্ষাধিক মুরগি মারা গেছে। এছাড়া ৭০টি গরু বন্যার পানিতে ভেসে গেছে। পাহাড় ধসে মারা গেছে দুটি গরু ও তিনটি ছাগল। 

এরই মধ্যে ২৫টি খামারের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়েছে। বাকিগুলোর তথ্য কয়েকদিনের মধ্যে আসবে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। 

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বাপ্পি পোলট্রি ফর্মের স্বত্বাধিকারী জাহেদ হোসেন বাপ্পি বলেন, ‘আমি ২০০৬ সাল থেকে পোলট্রি ব্যবসার সঙ্গে জড়িত। আমার মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলায় ১৮টি খামার রয়েছে। এগুলোয় কাজ করে শতাধিক শ্রমিক। এবারের বন্যায় ছাগলনাইয়া উপজেলায় সাতটি ও মিরসরাইয়ে দুটি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নয়টি খামারে আমার ৪৬ হাজার মুরগি ছিল। তার মধ্যে মিরসরাইয়ের বেচুনি পোল এলাকায় ৪ হাজার ব্রয়লার, ছাগলনাইয়ার আলোকদিয়ায় পাঁচ হাজার ব্রয়লার ও ৯ হাজার ৮০০ সোনালি এবং সমিতি বাজার এলাকায় ১০ হাজার ব্রয়লার মুরগি ছিল। বিক্রয়যোগ্য এসব মুরগি বন্যার পানিতে মারা গেছে। এতে আমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি সিপি কোম্পানির অনুমোদিত ডিলার। ওরা আমার কাছে ১০ লাখ টাকা পাবে। এছাড়া ব্যাংক লোন রয়েছে। এখন কীভাবে মাথা তুলে দাঁড়াব ভাবতে পারছি না। বন্যার পর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি।’

এদিকে মিরসরাইয়ে মুরগির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরুর খামারও। যদিও কয়টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেই। তবে ৭০টি গরু বন্যায় ভেসে গেছে বলে তারা জানতে পেরেছেন। এছাড়া করেরহাট ইউনিয়নে বদ্ধ ঘেরামারা এলাকায় দুটি গরু ও তিনটি ছাগল পাহাড় ধসে মারা গেছে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ জানান, বন্যায় উপজেলার অর্ধশত পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ২৫টি ক্ষতিগ্রস্ত খামারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। বন্যার পানি নেমে গেলে বাকিগুলোর তথ্য পাওয়া যাবে। এছাড়া ৭০টি গবাদি পশু ভেসে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

আরও