মালয়েশিয়ায় সেপ্টেম্বরে পাম অয়েলের মজুদ বেড়ে গত আট মাসের সর্বোচ্চে পৌঁছেছে। পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহার কমে যাওয়ায় মজুদ বেড়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। খবর বিজনেস রেকর্ডার।
এমপিওবি জানায়, সেপ্টেম্বরের শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এ সময় পণ্যটির মজুদ পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার টনে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ।
শিল্প নিয়ন্ত্রক সংস্থাটি আরো জানায়, মালয়েশিয়া থেকে গত মাসে পাম অয়েলের রফতানি বেড়েছে। তবে এ সময় দেশটির উৎপাদন ছিল নিম্নমুখী। আগস্টের তুলনায় মালয়েশিয়ায় গত মাসে পাম অয়েল উৎপাদন ৩ দশমিক ৮০ শতাংশ কমে ১৮ লাখ ২০ হাজার টনে নেমেছে। এ সময় দেশটির রফতানি দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১৫ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। কয়েকদিন ধরে বিশ্ববাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে মালয়েশিয়ায় মজুদ বৃদ্ধির খবরে তা কিছুটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
মুম্বাইভিত্তিক উদ্ভিজ্জ তেল ব্রোকার কোম্পানি সানভিন গ্রুপের গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, ‘উৎপাদন হ্রাস সত্ত্বেও অভ্যন্তরীণ ব্যবহার কমায় মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে।’