ই-পিএমআইএসে তথ্য দিতে প্রকল্প পরিচালকদের প্রতি আহ্বান

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অধীনে বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের (পিডি) তাদের প্রকল্পের সব তথ্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অধীনে বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের (পিডি) তাদের প্রকল্পের সব তথ্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

ঢাকার এনইসি অডিটোরিয়ামে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত ই-পিএমআইএস সফটওয়্যার সম্পর্কে স্টেকহোল্ডারদের অবহিতকরণসংক্রান্ত এক কর্মশালায় এ অনুরোধ করা হয়। দেশে ক্রয় পরিবেশের উন্নতি এবং সরকারি ক্রয়ে পেশাদারত্ব বাড়ানোর লক্ষ্যে গত বছর সিপিটিইউকে বিপিপিএতে রূপান্তর করা হয়। কর্মশালাটি বিপিপিএর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপিপি) অধীনে অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক ২০১৭ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ডিআইএমএপিপিপিকে সহায়তা দিয়েছে। ই-পিএমআইএস ডিআইএমএপিপিপির অধীনে তৈরি ও কার্যকর করা হয়। মোট ৫০টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন, যারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ই-পিএমআইএসের বিভিন্ন দিক ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইএমইডির অতিরিক্ত সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। সভাপতিত্ব করেন বিপিপিএর সিইও মির্জা আশফাকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট আরাফাত ইশতিয়াক।

বিপিপিএর পরিচালক (উপসচিব) আফরোজা পারভীন ই-পিএমআইএসের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, কার্যাবলি, সুবিধা, অন্যান্য সরকারি সফটওয়্যারগুলোর সঙ্গে আন্তঃসংযোগকরণ এবং চ্যালেঞ্জগুলোর ওপর বিস্তারিত উপস্থাপনা করেন। এ সময় তিনি অনলাইন মনিটরিং সিস্টেমে বিভিন্ন প্রকল্পের পিডি দ্বারা প্রদত্ত প্রকল্প তথ্যের অবস্থাও তুলে ধরেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরে মোট ১ হাজার ৩৪৩টি প্রকল্প রয়েছে, যার মধ্যে ১ হাজার ২৫৬টির পিডি ই-পিএমআইএসের সঙ্গে নিবন্ধিত হয়েছে। কর্মশালায় আমন্ত্রিত ৫০টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে ই-পিএমআইএসে ২৬টি প্রতিষ্ঠানের অ্যাডমিন তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। —বিজ্ঞপ্তি

আরও