ইউরোজোনের খুচরা বিক্রি গত আগস্টে আগের মাসের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে অঞ্চলটির সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির কারখানাগুলোয় কার্যাদেশ ৫ দশমিক ৮ শতাংশ কমে গেছে, যা জানুয়ারির পর সবচেয়ে বেশি। এদিকে এ খবর প্রকাশের পর ইউরোর বিনিময় হার ১ দশমিক ১০ ডলারের নিচে নেমে গেছে। খবর ইউরো নিউজ।
ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্যানুযায়ী, জুলাইয়ের স্থবির থাকার পর আগস্টে ইউরোজোনের খুচরা বিক্রি সামান্য বেড়েছে। তবে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) খুচরা বিক্রি বেড়েছে দশমিক ৩ শতাংশ।
ইউরোজোনের খুচরা বাণিজ্য জুলাইয়ে স্থবির হয়ে পড়েছিল। এছাড়া ইইউর সংশোধিত প্রতিবেদনে খুচরা বিক্রি দশমিক ১ শতাংশ বাড়ার কথা জানানো হয়েছিল। তবে সর্বশেষ প্রতিবেদন উভয় অঞ্চলের পরিস্থিতি উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক ভিত্তিতে ইউরোজোনে খুচরা বিক্রি দশমিক ৮ শতাংশ বেড়েছে। ইইউতে বেড়েছে ১ শতাংশ।
মাসিক পরিসংখ্যান অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে বার্ষিক পূর্বাভাসের তুলনায় বৃদ্ধির হার কম। এর আগে অর্থনীতিবিদরা আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি ১ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। ফলে এ পরিসংখ্যান দুর্বল ভোক্তা ব্যয় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
পরিসংখ্যানে বিভিন্ন ক্যাটাগরিতে মিশ্র ফলাফল দেখা গেছে। খাদ্য, পানীয় ও তামাকের বিক্রি দশমিক ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে গাড়ির জ্বালানি ছাড়া অন্যান্য পণ্যের বিক্রি বেড়েছে দশমিক ৩ শতাংশ। বিশেষায়িত দোকানে গাড়ির জ্বালানির বিক্রি ১ দশমিক ১ শতাংশ বেড়েছে।
সদস্য দেশগুলোর মধ্যে লুক্সেমবার্গে খুচরা বিক্রি সবচেয়ে বেশি ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর পরের অবস্থানে সাইপ্রাস ও রোমানিয়ায় যথাক্রমে ২ দশমিক ২ ও ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ডেনমার্কে খুচরা বিক্রি সবচেয়ে কমেছে। দেশটিতে খুচরা বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৫ শতাংশ কমেছে। এছাড়া স্লোভাকিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়ায় প্রায় দশমিক ৭ শতাংশ হারে বিক্রি কমে গেছে।