ভিয়েতনামে চলতি সপ্তাহে কমেছে কফির দাম

ভিয়েতনামে নতুন ফসল থেকে এখনো কফি বিন সংগ্রহ করা সম্ভব হয়নি। সরবরাহ সংকটে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম কমে গেছে।

ভিয়েতনামে নতুন ফসল থেকে এখনো কফি বিন সংগ্রহ করা সম্ভব হয়নি। সরবরাহ সংকটে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম কমে গেছে। ফলে চলতি সপ্তাহে অভ্যন্তরীণভাবে নিম্নমুখী ছিল কফির দাম। গত বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১২ হাজার ৮০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৫০০ ডংয়ে (৪ ডলার ৫৪ সেন্ট থেকে ৪ ডলার ৫৭ সেন্ট) বেচাকেনা করেছেন। গত সপ্তাহে এ অঞ্চলে প্রতি কেজি কফির দাম ছিল ১ লাখ ১৬ হাজার ২০০ থেকে ১ লাখ ১৭ হাজার ২০০ ডং।

এদিকে চলতি সপ্তাহে রোবাস্তা কফির দাম ঊর্ধ্বমুখী ছিল। নভেম্বরের সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম ১৭ ডলার বেড়ে টনপ্রতি মূল্য পৌঁছেছে ৪ হাজার ৭০১ ডলারে।

ভিয়েতনামের মার্কেন্টাইল এক্সচেঞ্জের উপমহাব্যবস্থাপক এনগুয়েন এনগোক কুইন বলেন, ‘ইউরোপীয় কমিশনের ‘‘‌অ্যান্টি-ডিফরেস্টেশন’’ আইন বাস্তবায়ন স্থগিত করার প্রস্তাবে কফির দাম বেশ কয়েক দিন ধরেই নিম্নমুখী প্রবণতায় রয়েছে।’

ভিয়েতনামের সরকারি তথ্যানুসারে, দেশটি চলতি বছরের প্রথম নয় মাসে ১১ লাখ টন কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কম। তবে এ সময় দেশটির কফি রফতানি আয় ৩৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪৩০ কোটি ডলারে পৌঁছায়।

লন্ডনের বাজারে কফির দাম উল্লেখযোগ্যভাবে কমায় ইন্দোনেশিয়ায় সুমাত্রার রোবাস্তা কফির দাম চলতি সপ্তাহে ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ৫০ ডলার প্রিমিয়ামে বেচাকেনা হয়েছে। এক ব্যবসায়ী জানান, চলতি সপ্তাহে ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে প্রতি টন কফি ৭০ ডলার ও জানুয়ারির সরবরাহ চুক্তিতে ৮০ ডলার প্রিমিয়ামে বেচাকেনা হয়েছে। গত সপ্তাহে লন্ডনের বাজারে প্রতি টন কফি ৫ হাজার ডলারের নিচে বেচাকেনা হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রাখতে সে সময় ২০০ ডলার ডিসকাউন্ট দেয়া হয়েছিল।

আরও