রাশিয়ায় নিম্নমুখিতায় গমের রফতানি মূল্য

রাশিয়ায় গত সপ্তাহে গমের রফতানি মূল্য আগের তুলনায় কিছুটা কমেছে। দেশটির প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া গমের চাহিদার নিম্নমুখী প্রভাবও দরপতনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

আইকেএআর কনসালট্যান্সির প্রধান দিমিত্রি রাইলকো রিটারে জানান, নভেম্বরে সরবরাহের জন্য ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ গমের মূল্য গত সপ্তাহের শেষ নাগাদ আগের সপ্তাহের তুলনায় ২ ডলার কমেছে। টনপ্রতি মূল্য নেমেছে ২৩২ ডলারে।

সোভেকন কনসালট্যান্সি জানায়, গত সপ্তাহে একই মানের রুশ গমের টনপ্রতি মূল্য ছিল ২৩৫-২৪০ ডলার, আগের সপ্তাহে যা ছিল ২৩৪-২৩৭ ডলার।

সংস্থাটি জানায়, রুশ গমের ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য স্থিতিশীল অথবা কিছুটা কমে যেতে পারে।

অক্টোবরে রাশিয়ার রেকর্ড গম রফতানির সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সোভেকন কনসালট্যান্সি এ সময় দেশটির গম রফতানি পূর্বাভাস দুই লাখ টন বাড়িয়ে ৫০ লাখ টন করেছে, গত বছর যা ছিল ৪৭ লাখ টন।

এদিকে রাশিয়া চলতি সপ্তাহে ১০ লাখ ২০ হাজার টন শস্য রফতানি করতে পারে, যা আগের সপ্তাহের ১০ লাখ ৯০ হাজার টনের তুলনায় কম। এর মধ্যে ১০ লাখ টন গম অন্তর্ভুক্ত থাকতে পারে। আগের সপ্তাহেও রাশিয়া থেকে একই পরিমাণ গম রফতানি করা হয়েছে।

আরও