গোল্ডম্যান স্যাকসের পূ্র্বাভাস

আগামী বছর ব্রেন্টের দাম বাড়তে পারে ১০-২০ ডলার

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগামী বছর ব্যারেলপ্রতি ১০-২০ ডলার পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। খবর রয়টার্স।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় গত কয়েক দিন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার। ব্যাংকটি জানায়, ইরানে উত্তোলন বিঘ্নের আশঙ্কায় ব্রেন্টের দামের পূর্বাভাস সংশোধন করা হয়েছে।

গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা একটি নোটে বলেন, ‘ইরান থেকে যদি ছয় মাসে দৈনিক গড়ে ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটে, তাহলে এর দাম আগামী বছর ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছতে পারে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক যদি দ্রুত এ ঘাটতি পূরণ না করে, তাহলে আমাদের আশঙ্কা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি।’

বিশ্লেকরা জানান, ‌ইরান থেকে যদি দৈনিক গড়ে ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহে স্থায়ী বিঘ্ন ঘটে, তাহলে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছতে পারে।

তবে বড় কোনো সরবরাহে বিঘ্ন না ঘটলে ব্রেন্ট্রের দাম ব্যারেলপ্রতি ৭০-৮৫ ডলারের মধ্যে থাকতে পারে বলে আশা করছে গোল্ডম্যান স্যাকস। এ পরিস্থিতিতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এর দাম ব্যারেলপ্রতি ৭৭ ডলার হতে পারে। আগামী বছর তা হতে পারে ৭৬ ডলার।

আরও