সাতক্ষীরার পাইকারি ও খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ভোজ্যতেলটির দাম বেড়েছে কেজিতে ৪ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বৃহৎ মোকাম সুলতানপুর বড় বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
সুলতানপুর বড় বাজারের ভোজ্য তেল বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সাধু স্টোরে গতকাল খোলা সয়াবিন তেল খুচরা বিক্রি হচ্ছিল ১৬২ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১৫৮-১৫৯ টাকায়। হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাজরা সাধু জানান, পাইকারিতে খোলা সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় খুচরা পর্যায়েও দাম বেড়েছে। তাছাড়া সাতক্ষীরায় চাহিদার তুলনায় ভোজ্যতেলটির সরবরাহও কম রয়েছে।
এদিকে বোতলজাত সয়াবিনের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সুলতানপুর বড়বাজারের মেসার্স ঠাকুর স্টোরে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছিল প্রতি পাঁচ লিটার ৮০০ টাকা দরে। এক লিটার বোতল বিক্রি হচ্ছিল ১৬৫ টাকায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র জানান, এক মাস আগেও পাঁচ লিটারের সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯০০ টাকা ও ১ লিটার ছিল ১৭৫-১৮০ টাকায় তবে দু-একদিনের মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়বে বলে জানান তিনি।