ভিয়েতনামে চলতি বছরের প্রথম নয় মাসে কফি রফতানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ। জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটির কফি রফতানির পরিমাণ দাঁড়িয়েছে মোট ১১ লাখ টনে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিসটিকস অফিস। খবর বিজনেস রেকর্ডার।
জেনারেল স্ট্যাটিসটিকস অফিস প্রতিবেদনে আরো জানায়, জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামের কফি রফতানি কমলেও রাজস্ব আয় বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৮ শতাংশ বেড়ে আয় পৌঁছেছে ৪৩০ কোটি ডলারে।
অন্যদিকে শুধু সেপ্টেম্বরের হিসাবে ভিয়েতনামের কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। গত মাসে দেশটির রফতানি পরিমাণ ছিল ৫২ হাজার টন।
ভিয়েতনামে রফতানি কমলেও আয় বৃদ্ধির প্রধান কারণ বিশ্বজুড়ে কফির ঊর্ধ্বমুখী দাম। সম্প্রতি এক প্রতিবেদনে নিক্কেই এশিয়া বিশ্লেষক ও শিল্প খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী কফির দাম অস্থিতিশীল থাকতে পারে। এর পেছনে ভূমিকা রাখবে প্রতিকূল আবহাওয়া, শিপিং সংকট ও কঠোর পরিবেশগত নিয়ম।
তবে কিছু বিশেষজ্ঞ আশা করছেন, আগামী বছর এ পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে দীর্ঘমেয়াদে দাম ঊর্ধ্বমুখী থাকার শঙ্কা রয়েছে।
ভিয়েতনামে গত বছর এল নিনোর কারণে দেশটিতে কফি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।