ইউক্রেনের আক্রমণের কারণে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোয় শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য শস্য উৎপাদনকারী অঞ্চলে প্রতিকূল আবহাওয়াও উৎপাদনে প্রভাব ফেলতে পারে। সোমবার রাশিয়ার কৃষিমন্ত্রী অক্সানা লুতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।
রাশিয়া চলতি বছর ১৩ কোটি ২০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। তবে অনেক অঞ্চলে প্রতিকূল আবহাওয়া দেখা দেয়ার পর এ পূর্বাভাস সংশোধন করে শস্য উৎপাদন কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অক্সানা লুত বলেন, ‘আমরা বর্তমানে সাইবেরিয়ায় প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে শস্য উৎপাদনের পরিমাণ গণনা করছি।’"
বোলগোরোদ ও ব্রায়ানস্ক রাশিয়ার বড় শস্য উৎপাদনকারী অঞ্চল। এ দুই অঞ্চল প্রায় নিয়মিত ইউক্রেনের সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে। অন্যদিকে ইউক্রেন এখনো কুর্স্ক অঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। অঞ্চলটির গভর্নর আলেক্সি স্মিরনভ সেপ্টেম্বরে বলেছিলেন, ‘আক্রমণের পর ১ লাখ ৬০ হাজার হেক্টর এলাকায় শস্য কাটার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।’ তিনি আক্রমণের ফলে ১ হাজার কোটি ডলারের ক্ষতির হিসাব দিয়েছিলেন।