বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দিনাজপুর সদর উপজেলায় কৃষকদের জন্য একটি পুষ্টি সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ইফাদ ও বাংলাদেশ সরকারের ‘রেইনস’ প্রকল্প এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলা চত্বরে এ ক্যাম্পেইন আয়োজিত হয়।
বীরগঞ্জ, বিরল, চিরিরবন্দর ও সদর উপজেলা থেকে ৩০০ জন কৃষক-কৃষাণী এই ক্যাম্পেইনে অংশ নেন। ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল কৃষকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা।
অংশগ্রহণকারীদের জন্য সুষম খাদ্যের গুরুত্ব, স্বাস্থ্যসম্মত খাবার তৈরি, দৈনন্দিন খাদ্যতালিকার ভারসাম্য রক্ষা এবং পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে র্যালি, পুষ্টি বার্তাসহ মঞ্চ নাটক, পুষ্টি বিষয়ক গান, স্বাস্থ্যকর রান্নার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জাফর ইকবাল, রেইনস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানসহ জেলার কৃষি কর্মকর্তারা।
বক্তারা জানান, পুষ্টি সচেতনতার অভাবে আমাদের দেশে অপুষ্টিজনিত সমস্যা, বিশেষ করে শিশুদের মধ্যে রক্তশূন্যতা ও বামনত্বের মতো সমস্যার প্রকোপ দেখা যায়। খাদ্য উৎপাদনে কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব উল্লেখ করে, বক্তারা এই সচেতনতামূলক কার্যক্রমের জন্য গেইন এবং রেইনস প্রকল্পের প্রশংসা করেন।
দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষকদের স্বাস্থ্য উন্নয়নে এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি