লেক কোমোয় তারকাখচিত বিদ্যুচ্চালিত বোট রেসিং

বিশ্বের প্রথম বিদ্যুচ্চালিত বোট রেসিং হিসেবে স্বীকৃত ইউআইএম ই-ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।

বিশ্বের প্রথম বিদ্যুচ্চালিত বোট রেসিং হিসেবে স্বীকৃত ইউআইএম ই-ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। কয়েক দিন আগে ইতালির লেক কোমোয় অনুষ্ঠিত হলো এ আয়োজনের পঞ্চম আসর। যেখানে হলিউড অভিনেতা উইল স্মিথের দল ‘ওয়েস্টব্রুক রেসিং’ জিতে নিয়েছে সেরার পুরস্কার। টুর্নামেন্টে প্রতিদ্বন্ধিতা করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) টম ব্র্যাডি, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি, শিল্পী মার্ক অ্যান্টনি, ফুটবলার দিদিয়ের দ্রগবা ও টেনিস চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের দল। আরো অংশ নেয় ডিজে স্টিভ আওকি, গ্র্যান্ড প্রিক্স রেসার সার্জিও পেরেজ ও ক্লর গ্রুপের প্রধান নির্বাহী মার্সেলো ক্লরের দল। চ্যাম্পিয়নশিপের আগের আসরগুলো অনুষ্ঠিত হয় যথাক্রমে সৌদি আরবের জেদ্দা, ইতালির ভেনিস, স্পেনের পুয়ের্তো বানুস ও মোনাকোয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি তারকাখচিত স্পোর্টস লিগ ও চ্যাম্পিয়নশিপ আসর দেখা যাচ্ছে। এর মাধ্যমে সম্ভবত নতুন ধরনের বিনিয়োগের উত্থান ঘটছে। ই-ওয়ান চ্যাম্পিয়নশিপের ধারণার জন্ম কভিড-১৯ মহামারীর সময়। তখন ই-ওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহ-প্রতিষ্ঠাতা রোডি বাসো এবং চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা আলেজান্দ্রো আগাগ জোট বাঁধেন। বাসো ‘ফর্মুলা ই অন ওয়াটার’ চ্যাম্পিয়নশিপের ধারণা উপস্থাপন করেন। আগাগ বিদ্যুচ্চালিত বোটের জন্য বিনিয়োগের প্রস্তাব দেন। ই-ওয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বিশেষায়িত নৌযান রেসবার্ড। এ বোটের কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য এবং চলাচল করে নীরবে। এতে পানিতে কোনো তরঙ্গ তৈরি করে না। ফলে প্রতিযোগিতাটি দিন দিন টেকসই ও উদ্ভাবনের আধার হয়ে উঠছে। বোটের দক্ষতা বাড়ানোর জন্য প্রপেলার সিস্টেম ও পাওয়ারট্রেন নিয়মিতভাবে উন্নত ও পরিমার্জিত করা হচ্ছে। ই-ওয়ানের প্রধান বিজ্ঞানী অধ্যাপক কার্লোস ডুয়ার্টে জানা, শব্দ তৈরির ক্ষেত্রে একই ধরনের ইঞ্জিনযুক্ত নৌযানের তুলনায় রেসবার্ড ৫০ গুণ বেশি নীরব, যা জলজ বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া যে ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানকার পরিবেশ রক্ষায়ও সাহায্য করে এ প্রযুক্তি। খবর ও ছবি ইউরো নিউজ

আরও