বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইইআরডি অডিটোরিয়ামে সরকারি কেনাকাটার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সরকারি কেনাকাটায় স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, আর্থিক অনিয়ম সব উন্নয়নের মেরুদণ্ড ভেঙে দেয়।
প্রশিক্ষণটির আয়োজন তত্ত্বাবধান করেন পরিষদের সদস্য (অর্থ) ও যুগ্মসচিব রোকনুজ্জমান। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও পিপিআর বিশেষজ্ঞ মো. সায়েমুর রশিদ খান প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ সম্পর্কিত বিভিন্ন বাস্তব বিষয় নিয়ে আলোচনা করেন।
বিসিএসআইআরের পরিচালক (অর্থ ও হিসাব) মাহবুব হাসান খান প্রশিক্ষণার্থীদেরকে সরকারি কেনাকাটা বিষয়ে আরো গভীর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেন। —বিজ্ঞপ্তি