বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে আকিজ রেডিমিক্স কংক্রিট। নির্মাণ কাজ সঠিকভাবে চালাতে এবং সময়মতো কংক্রিট সরবরাহ নিশ্চিত করতে আকিজ রেডিমিক্স সিএসআই কনস্ট্রাকশনকে সরাসরি সহযোগিতা করছে।
গত ২৯ সেপ্টেম্বর মেরিটাইম ইউনিভার্সিটির নির্মাণ সাইটে সিএসআই রেডিমিক্স প্ল্যান্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান, আকিজ রেডিমিক্সের সিইও আনিসুর রহমান, সেলস ম্যানেজার হাফিজুর রহমান হিমু, নৌবাহিনীর প্রকল্প তত্ত্বাবধায়ক লেফটেন্যান্ট আসিফ এবং সিএসআই কনস্ট্রাকশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে আকিজ রেডিমিক্স কংক্রিট দেশের বিল্ডিং সলিউশন খাতে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি ২ হাজার পিএসআই থেকে শুরু করে ৬ হাজার ৫০০ পিএসআই পর্যন্ত শক্তি ধারণক্ষম কংক্রিট উৎপাদন করতে সক্ষম।
আকিজ রেডিমিক্সের বহরে বর্তমানে ১১৫টিরও বেশি মিক্সার ট্রাক এবং দুই ডজনের বেশি কংক্রিট পাম্প রয়েছে, যা সময়মতো কংক্রিট সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করে।
উল্লেখ্য, আকিজ রেডিমিক্স কংক্রিট আকিজ রিসোর্সের একটি অন্যতম ব্যবসায়িক ইউনিট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। —বিজ্ঞপ্তি