চীনের গুয়াংজুতে ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। তিনটি ধাপে আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে মেলা।
মেলার প্রথম ধাপ চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ক্যান্টন ফেয়ার নামে পরিচিত এ মেলায় চতুর্থবারের মতো অংশ নিচ্ছে গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। যেখানে বিশ্বের নামকরা প্রযুক্তি জায়ান্টরা ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইকুইপমেন্ট, ভেহিকলস অ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার অ্যান্ড টুলস পণ্য প্রদর্শন করবে। ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে এ মেলায় অংশ নিচ্ছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। যেখানে প্রদর্শিত হবে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য।
ওয়ালটন যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিশ্বের প্রধান প্রধান পণ্য মেলায় নিয়মিত অংশ নিচ্ছে জানিয়ে প্রতিষ্ঠানটির গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, ‘বিশ্বের অন্যতম শীর্ষ ট্রেড প্লাটফর্ম ক্যান্টন ফেয়ার। প্রায় প্রতিটি দেশ থেকেই ছোট-বড় মিলিয়ে কয়েক লাখ ব্যবসায়ী ও ক্রেতা আসেন এখানে। চলতি বছরসহ মোট চারবার বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এ পণ্যমেলায় ওয়ালটন অংশ নিচ্ছে।’
প্রতিবারই উচ্চমানের সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিয়ে ওয়ালটন বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির এ কর্মকর্তা। —বিজ্ঞপ্তি