নিলামঘর সদবি’সের মনোযোগ এখন মধ্যপ্রাচ্য ধনী ক্রেতাদের দিকে। সেখানে আজকাল দুর্লভ শিল্পকর্ম ও অলংকারের মেলা বসছে। এখন সদবি’স দুবাইয়ে নিলামের জন্য প্রস্তুত ঐতিহাসিক কিছু গহনা। যার মধ্যে রয়েছে বুলগেরিয়ার সম্রাট ফার্দিনান্দের ব্যক্তিগত সংগ্রহ থেকে রঙিন রত্নখচিত ব্রেসলেট, কাফলিংক ও টাই পিন। টাই পিনে আকর্ষণ হিসেবে ফুটে আছে ২ দশমিক শূন্য ৮ ক্যারেটের নীল-ধূসর হীরা। এর দাম ৫ লাখ ২০ হাজার থেকে ৬ লাখ ৯৩ হাজার ডলারে চড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রদর্শনীতে রয়েছে ১৮৮০ সালে তৈরি নীলকান্তমণি, চুনি ও হীরাখচিত ব্রেসলেট এবং ১৯০৯ সালে ফ্যাবার্জে-নির্মিত হীরা ও নীলকান্তমণির ব্রোচ। এসব অলংকার রুশ রাজপরিবারের জন্য তৈরি হয়েছিল। এবার প্রদর্শনীর মূল আকর্ষণে যাওয়া যাক। এটি হলো আঠারো শতকের স্কার্ফ আকৃতির হীরার নেকলেস, যা জর্জিয়ান যুগের বিশেষ নকশায় বানানো। প্রায় ৩০০ ক্যারেটের হীরা দিয়ে তৈরি নেকলেসটি সাড়ে ১৮ লাখ থেকে সাড়ে ২৫ লাখ ডলারে বিক্রির আশা করা হচ্ছে। নেকলেসটি মারকুইস অব অ্যাংলেসির সম্পত্তির অংশ ছিল এবং দুটি ব্রিটিশ রাজ্যাভিষেক অনুষ্ঠানে ব্যবহার হয়েছিল। প্রদর্শনীর আরেকটি আকর্ষণীয় সংগ্রহ ১৮৭০ সালে জিয়াচিন্তো মেলিলোর তৈরি প্রত্নতাত্ত্বিক অনুকরণের গহনা। যার একটি স্বর্ণের নেকলেস প্রাচীন পুগলিয়া অঞ্চলের প্রায় পঞ্চম শতাব্দীর গহনার অনুকরণে তৈরি। এর মূল্য ২০-৩০ হাজার ডলারে উঠতে পারে। এ প্রদর্শনীতে প্যাটেক ফিলিপের বিশেষ কিছু ঘড়িও রয়েছে, যেগুলো বিশ্বের বিরলতম রেফারেন্সের অন্তর্ভুক্ত। এর মধ্যে ১৯৪৮ সালের গোলাপি স্বর্ণের ‘রেফারেন্স ১৫১৮’ ঘড়িটি রয়েছে, যা বিশ্বের প্রথম ক্রমান্বয়ে তৈরি পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ হিসেবে বিখ্যাত এবং এর মূল্য চড়তে পারে ১৭-৩৪ লাখ ডলারে। খবর ও ছবি দ্য ন্যাশনাল