হজ্জযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ভ্যাট দিতে হবে না

হজ্জযাত্রীদের বিমান টিকিটের উপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (বিডি), যাত্রী নিরাপত্তা ফি (পি সেভেন) ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির (পি এইট) ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে।

হজ্জযাত্রীদের বিমান টিকিটে সব ধরনের আবগারি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার এই সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) মো. বদরুজ্জামান মুন্সী বণিক বার্তাকে বলেন, ‘এতদিন প্রতি টিকিটের উপর দুই হাজার টাকা আবগারি শুল্ক ও বিভিন্ন ফির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল। এ আদেশের পর হজযাত্রীদের তা আর দিতে হবে না।’

এনবিআরের আদেশে বলা হয়, হজ্জযাত্রীদের বিমান টিকিটের উপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (বিডি), যাত্রী নিরাপত্তা ফি (পি সেভেন) ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির (পি এইট) ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে।

এনবিআরের দাবি, উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধির কারণে পবিত্র হজ্জ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ্জ পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। হজ্জ পালন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকেটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত। বিমান টিকেটের উপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (বিডি), যাত্রী নিরাপত্তা ফি (পি সেভেন) ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি (পি এইট) এর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর অব্যাহতি হলে ধর্মপ্রাণ মুসলিমদের হজ্জ পালন ব্যয়সাশ্রয়ী ও সহজ হবে। সেজন্য এ অব্যাহতি দেয়া হয়েছে।

আরও