হিলিতে কমেছে শুকনা মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

হিলি বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, বাজারের সব দোকানেই পর্যাপ্ত শুকনা মরিচের সরবরাহ রয়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচের দাম ছিল প্রকারভেদে ৩০০-৩২০ টাকা। বর্তমানে তা কমে ২৪০-২৬০ টাকায় নেমে এসেছে। হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা আবুল হাসনাত জানান, ‌আবহাওয়া ভালো থাকায় এর উৎপাদন আগের তুলনায় বেড়েছে। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মোকাম পঞ্চগড়ের শুকনা মরিচ বর্তমানে বাজারে আসতে শুরু করেছে। এছাড়া বগুড়া থেকেও পণ্যটির সরবরাহ আসছে।

তিনি বলেন, ‘এর আগে মোকামে প্রতি মণ শুকনা মরিচের দাম ছিল প্রকারভেদে ১০-১২ হাজার টাকা। বর্তমানে তা কমে ৭ হাজার ২০০ থেকে ৮ হাজার ২০০ টাকায় নেমে এসেছে। মোকামে দাম কমায় খুচরায়ও আমরা কম দামে বিক্রি করেছি।’

আরও