ডলারের অবনমনে স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে

যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম বেড়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা বাড়ায় ডলারের বিনিময় মূল্য কমেছে। মার্কিন মুদ্রার এ অবনমন স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

স্পট মার্কেটে স্বর্ণের দাম শুক্রবার দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬৪৭ ডলার ৫৫ সেন্টে বিক্রি হয়। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ শতাংশ বেড়ে ২ হাজার ৬৬৫ ডলারে পৌঁছেছে।

সেপ্টেম্বরে মার্কিন উৎপাদক মূল্যে কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা বলছেন, এর অর্থ মূল্যস্ফীতি পরিস্থিতি অনুকূলে রয়েছে। ফলে ফেড নভেম্বরে আবারো সুদহার কমাতে পারে। প্রসঙ্গত, সুদহার কমানো হলে সাধারণত স্বর্ণের দাম বেড়ে যায়।

সুইস বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউভানো বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে পূর্বাভাসের চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টির তথ্য পাওয়া গেছে। তবে মূল্যস্ফীতি পূর্বাভাসের কিছুটা বেশি। এ অবস্থায় ফেড পরবর্তী কয়েক মাসে কতবার সুদহার কমাবে, তা নিয়ে বিনিয়োগকারীরা কিছুটা দ্বিধান্বিত।’

বৃহস্পতিবার প্রকাশিত তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক সামান্য বেশি বেড়েছিল। তবে বার্ষিক মূল্যস্ফীতি সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। অবনতির ঝুঁকি থাকলেও যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বাজার যথেষ্ট ইতিবাচক। এ অবস্থায় ফেডের সদস্যরা গত বৃহস্পতিবার আগামী মাসগুলোয় সুদহার আরো কমানোর ইঙ্গিত দেন।

সিএমই ফেডওয়াচ টুল দেখিয়েছে, নভেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর ৮৪ দশমিক ৪ শতাংশ সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে ১৫ দশমিক ৬ শতাংশ সম্ভাবনা রয়েছে, সুদহার অপরিবর্তিত থাকবে।

স্টাউভানো বলেন, ‘স্বর্ণের বাজার স্বল্প সময়ের জন্য অস্থির থাকতে পারে। তবে ফেড সুদহার আরো কমাবে, এমন প্রত্যাশায় স্বর্ণের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। গত মাসে স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৬৮৫ ডলার ৪২ সেন্টে পৌঁছনোর পর টানা দ্বিতীয় সপ্তাহ পতনের মুখে রয়েছে।’

আরও