শিশুদের জন্য নানা আয়োজনে কিডস টাইমের ৭ম জন্মদিন পালিত

শিশুদের অংশগ্রহণে নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার (১ নভেম্বর) পালিত হলো আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের ৭ম জন্মদিন।

ধানমন্ডি শাখায় আয়োজিত এ জন্মোৎসবে কিডস টাইমের ধানমন্ডি, খিলগাঁও, কিশোরগঞ্জ, সাভার, রাজশাহী এবং প্রিস্কুলের শিক্ষার্থীসহ অনলাইন ও অফলাইন প্রোগ্রামের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুরা ছড়া, দলীয় ও একক নৃত্য, গান ও নাটক পরিবেশন করে। গুফির জনপ্রিয় চরিত্রগুলো পাপেট শোতে অংশ নেয়। র‌্যাফেল ড্র এবং কেক কাটা এ অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে।

অনুষ্ঠানে গিফট পার্টনার ছিল ইফাদ ও এসিআই, পুষ্টি পার্টনার গ্রামীণ ডানোনের শক্তি এবং লার্নিং পার্টনার ছিল টিচার্স টাইম। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে র‌্যাফেল ড্র পার্টনার টগুমগু শিশুদের জন্য বিশেষ উপহার প্রদান করে।

লাইট অব হোপ লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ওয়ালীউল্লাহ ভূঁইয়া বলেন, ‘গত সাত বছরে কিডস টাইমের অর্জন ও সাফল্যে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য আরো বেশি শিশুর কাছে পৌঁছানো এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা।’

কিডস টাইম আগামী ৮ম বর্ষে দেশব্যাপী আরো ২৫টি নতুন শাখা খোলার লক্ষ্যে কাজ করছে। এতে করে আরো বেশি শিশুকে শিক্ষার সুযোগ দেয়া সম্ভব হবে বলে জানান তিনি। —বিজ্ঞপ্তি

আরও